odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ২৯ March ২০২৫ ২১:৪০

odhikarpatra
প্রকাশিত: ২৯ March ২০২৫ ২১:৪০

ঐক্যবদ্ধ হয়ে জনসাধারণকে সঙ্গে নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণকে সাথে নিয়ে আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া এবং নিজের ব্যক্তিগত তরফ থেকে ইফতার মাহফিলে শামিল হওয়া সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটি ও টিম প্রধান এবং রংপুর বিভাগীয় পর্যবেক্ষণ টিমের সহ সভাপতি ড. মফিদুল আলম খান, কেন্দ্রীয় কমিটিরসহ আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুহিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান



আপনার মূল্যবান মতামত দিন: