odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

স্পেনের খনি দুর্ঘটনায় চার জনের প্রাণহানি

odhikarpatra | প্রকাশিত: ১ April ২০২৫ ২১:৩৫

odhikarpatra
প্রকাশিত: ১ April ২০২৫ ২১:৩৫

স্পেনের  উত্তরাঞ্চলীয় আস্তুরিয়াসের একটি কয়লা খনিতে সোমবার দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আরো দু’জন নিখোঁজ রয়েছেন। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি এ খবর জানায়।


আস্তুরিয়াসের কেন্দ্রীয় সরকারের কার্যালয় এক বিবৃতিতে জানায়, ওই দুর্ঘটনায়  গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে দুজন পুড়ে আহত হয়েছে ও তৃতীয়জনের মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে।

স্থানীয় জরুরি পরিষেবাগুলো এক্স-এ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিট (গ্রিনীচ মান সময় ০৭৩০ টা) নাগাদ তারা ঘটনার খবর জানতে পেরেছে। পরে তাদের জানানো হয়, ‘একটি মেশিনে সমস্যা হয়েছে’, তবে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স-এ পোস্ট করা এক বার্তায় মৃতদের পরিবারের প্রতি ‘আন্তরিক সমবেদনা’ জানিয়েছেন এবং আহতদের ‘দ্রুত আরোগ্য’ কামনা করেছেন।

উদ্ধার অভিযানে কাজ করা জরুরি পরিষেবাগুলোকে তিনি ধন্যবাদ জানান।



আপনার মূল্যবান মতামত দিন: