odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 18th December 2025, ১৮th December ২০২৫

ভারতের বিপক্ষে টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ডি ভিলিয়ার্স

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ February ২০১৮ ১৫:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ February ২০১৮ ১৫:৫৩

বাম হাঁটুর ইনজুরির কারনে ভারতের বিপক্ষে চলমান টি২০ সিরিজ থেকে ছিটকে গেছেন এবি ডি ভিলিয়ার্স। সেঞ্চুরিয়ানে পঞ্চম ওয়ানডেতে ডি ভিলিয়ার্স হাঁটুতে আঘাত পেয়েছিলেন। ভারতের বিপক্ষে ৫০ ওভারের শেষ দুটি ম্যাচে ডি ভিলিয়ার্স দলে থাকলেও আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাকে পুরোপুরি সুস্থ হবার জন্য বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার দলীয় ম্যানেজার মোহাম্মদ মুসাজি বলেছেন, পঞ্চম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় তার হাঁটুতে আঘাত লাগে। যদিও শুক্রবার সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কিন্তু পুরো ম্যাচেই ইনজুরিটি তাকে ভুগিয়েছে।
তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে গতকাল ওয়ান্ডারার্সে ভারত ২৮ রানে জয়ী হয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। বাকি ম্যাচগুলোর জন্য নির্বাচকরা ডি ভিলিয়ার্সের কোন বদলী খেলোয়াড় দলে না নেবার সিদ্ধান্ত নিয়েছেন। ডান হাতের আঙ্গুলের ইনজুরির কারনে ভারতের বিপক্ষে প্রথম তিনটি ওয়ানডেতেও খেলেননি ডি ভিলিয়ার্স। তৃতীয় টেস্টে তিনি এই ইনজুরিতে পরেছিলেন। এই নিয়ে টি২০ সিরিজে স্বাগতিকদের ইনজুরির তালিকা আরো দীর্ঘ হলো। ইতোমধ্যেই আঙ্গুলের চিড় ধরায় ফাফ ডু প্লেসিস ও বাম কব্জির ইনজুরির কারনে কুইনটন ডি কক সিরিজ থেকে বাদ পড়েছেন।
সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ যথাক্রমে ২১ ফেব্রুয়ারি সেঞ্চুরিয়ানে ও ২৪ ফেব্রুয়ারি কেপ টাউনে অনুষ্ঠিত হবে।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: