odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

আজিজুলের অলরাউন্ড নৈপুন্যে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ৩০ April ২০২৫ ২৩:২৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ April ২০২৫ ২৩:২৬

অধিনায়ক আজিজুল হাকিমের অলরাউন্ড নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 


আজ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ বৃষ্টি আইনে ৩৯ রানে হারিয়েছে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলকে। ব্যাট হাতে ৬৭ রান করার পর বল হাতে ২ উইকেট নেন আজিজুল। 

সিরিজের প্রথম ম্যাচ ৯৮ রানে হারলেও দ্বিতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের যুবারা।

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের মাঝপথে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ৫০ ওভারের ম্যাচ ২৮ ওভার নির্ধারণ করা হয়। 

অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ২৮ ওভারে ২ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল ৩টি চার ও ২টি ছক্কায় ৮৪ বলে ৬৭ রান এবং রিজান হোসেন ৩৮ বলে ২৪ রান তুলে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৫ বলে ৩৮ রান করেন। 

বৃষ্টি আইনে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট পায় শ্রীলংকা। জবাবে ৫১ রানে ৫ উইকেট হারায় লংকানরা। পরবর্তীতে শুরুর ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। ২২

ওভারে ৭ উইকেটে ১২০ রান তোলার পর আলোকস্বল্পতায় বন্ধ হয়ে যায় খেলা। এরপর আর খেলা শুরু সম্ভব না হলে বৃষ্টি আইনে ৩৯ রানে জয় পায় বাংলাদেশ।

শ্রীলংকার হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন কাভিজা গামাগে। আল ফাহাদ ও আজিজুল ২টি করে উইকেট নেন। 

আগামী ৩ মে সিরিজের চতুর্থ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। 



আপনার মূল্যবান মতামত দিন: