odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

আবরারের সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয় যুবাদের

odhikarpatra | প্রকাশিত: ৩ May ২০২৫ ২৩:৫৩

odhikarpatra
প্রকাশিত: ৩ May ২০২৫ ২৩:৫৩

ওপেনার জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।


আজ সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। হার দিয়ে সিরিজ শুরুর পর টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ। ফলে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল যুবারা। শেষ দুই ম্যাচ জিততে না পারলেও সিরিজ হারবে না বাংলাদেশ। তবে বাকী দুই ম্যাচের ১টি জিতলেই সিরিজ জিতে নিবে সফরকারীরা।

কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কালাম সিদ্দিকিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৪৯ রান যোগ করেন আবরার। ১৯ রানে আউট হন কালাম। তিন নম্বরে নেমে ২৩ রানে বিদায় নেন অধিনায়ক আজিজুল হাকিম। 

দলীয় ৮৭ রানে আজিজুল ফেরার পর তৃতীয় উইকেটে রিজান হোসেনের সাথে ১৩৫ রানের জুটি গড়েন আবরার। এই জুটিতেই সেঞ্চুরি করেন তিনি। ছক্কা মেরে ১০৫ বলে শতক পূর্ণ করেন আবরার। শেষ পর্যন্ত ১৪টি চার ও ৩টি ছক্কায় ১১৫ বলে ১১৩ রান করেন আবরার। 

সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন আবরার। ১৪ চার ও ৬ ছক্কায় ১০৬ বলে অপরাজিত ১৩০ রান করেছিলেন এই ডান-হাতি ব্যাটার।

দলীয় ২২২ রানে আবরার ফেরার পর রিজান ও শেষ দিকের ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৭ বলে ৮২ রান করেন রিজান। শেষদিকে সামিউন বশির ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে অপরাজিত ১৯ রান করেন। শ্রীলংকার রাসিথ নিমসারা ৩ উইকেট নেন। 

জবাবে ৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে শ্রীলংকা। এরপর ৩৬ রানে চতুর্থ উইকেট হারায় তারা। শুরুর ধাক্কা পরবর্তীতে আর কাটিয়ে উঠতে পারেনি লংকানরা। ফলে ৩৮.৪ ওভারে ১৯০ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান করেন অধিনায়ক ভিমাথ দিনসারা। 

ফাহাদ ৩টি, সানজিদ মজুমদার ও আজিজুল ২টি করে উইকেট নেন। 

আগামী ৫ মে সিরিজের পঞ্চম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল।



আপনার মূল্যবান মতামত দিন: