odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল

odhikarpatra | প্রকাশিত: ১০ May ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১০ May ২০২৫ ২৩:৫৯

সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ ‘এ’। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল নুরুল-এনামুলরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ নাইম ৪ ও এনামুল হক ২ রানে আউট হন।

তৃতীয় উইকেটে ৩৭ রানের জুটিতে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাইফ হাসান ও ইয়াসির আলি। তবে ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। উইকেটে সেট হয়ে ৬টি চারে ২৫ বলে ৩১ রান করে ফিরেন সাইফ। নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে ১ রানের বেশি করতে পারেননি আফিফ হোসেন।

৫৪ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরার চেষ্টা করেন ইয়াসিন ও অধিনায়ক নুরুল হাসান। কিন্তু৩৬ রান যোগ হবার পর সাজঘরে ফিরেন নুরুল। ১২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান।

সাত নম্বরে নামা মোসাদ্দেক হোসেন ৪ রানে সাজঘওে ফিরেন। হাফ-সেঞ্চুরি তুলে ইনিংস বড় করতে পারেননি ইয়াসির। ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ বলে ৬৩ রান করেন তিনি।

দলীয় ১৪৬ রানে সপ্তম ব্যাটার হিসেবে ইয়াসির ফেরার পর গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু সেটি হতে দেননি নাসুম আহমেদ। টেল-এন্ডারদের নিয়ে লড়াই করেছেন নাসুম। অষ্টম উইকেটে নাইম হাসানের সাথে ৩৪ রান যোগ করেন তিনি।

১৮০ রানে নবম উইকেট পতনের পর শেষ ব্যাটার এবাদত হোসেনকে নিয়ে ৪৬ রান তুলেন নাসুম। একবার জীবন পেয়ে হাফ-সেঞ্চুরি তুলে শেষ ব্যাটার হিসেবে আউট হন নাসুম। ৪৭.৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। ৯টি চার ও ১টি ছক্কায় ৯৭ বলে ৭ রান করেন নাসুম। নাইম ১০ ও এবাদত অপরাজিত ১২ রান করেন।

নিউজিল্যান্ডের আদিত্য আশোক ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন।

জবাবে ৭৭ রানের সূচনা করে নিউজিল্যান্ড ‘এ’। ৯৪ রানের মধ্যে সফরকারী দলের দুই ওপেনারকে থামিয়ে লড়াইয়ে ফেরার পথ পায় বাংলাদেশ।

এরপর নিয়মিত বিরতিতে নিউজিল্যান্ডের উইকেট তুলে নেন তিন স্পিনার নাসুম, নাইম ও মোসাদ্দেক। ফলে ১৬৬ রানে ৬ উইকেট হারায় কিউইরা।

কিন্তু সপ্তম উইকেটে ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশকে হতাশ করে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন ডিন ফক্সক্রফট ও জ্যাক ফকস। ফক্সক্রফট ৩৬ ও ফকস ২৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া দুই ওপেনার রাইস মারিউ ৩৩, ডেল ফিলিপস ৩৪ ও জো কার্টার ৩৩ রান করেন।

নাসুম, নাইম ও মোসাদ্দেক ২টি করে উইকেট নেন।

আগামী ১৪ মে থেকে সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল।

২১ মে থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ খেলবে দু’দল।



আপনার মূল্যবান মতামত দিন: