odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

odhikarpatra | প্রকাশিত: ২১ May ২০২৫ ১৯:৩১

odhikarpatra
প্রকাশিত: ২১ May ২০২৫ ১৯:৩১

নীলফামারী জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর মো. সোলায়মান হুসাইন (৬৩) ও পুত্রবধূ শাবানা আক্তারের (২৯) মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুন নেছা (৫৫)। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


আজ বুধবার জেলা সদরের  চাপড়াসরমজানি ইউনিয়নের ইটাপীর গ্রামে ঘরের খুঁটি লাগানোর সময় এ ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে নিজ ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে সোলায়মান হুসাইন ও তার পুত্রবধূর গায়ে পড়ে। এতে দুইজনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সোলায়মানের স্ত্রী ওয়াতুন নেছা এসময় তাদের উদ্ধারে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও তার পুত্রবধূ শাবানার মৃত্যু হয়।

চাপড়াসরমজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ঘর মেরামতের সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ঠ হয়ে দুই জন ঘটনাস্থলেই মারা গেছেন। একজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুর রহিম জানান, আহত ওয়াতুন নেছার জ্ঞান ফিরেছে। তিনি এখন আশঙ্কামুক্ত।



আপনার মূল্যবান মতামত দিন: