odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

মাখোঁর বিরুদ্ধে ‘ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড’ চালানোর অভিযোগ ইসরাইলের

odhikarpatra | প্রকাশিত: ৩০ May ২০২৫ ২১:১৬

odhikarpatra
প্রকাশিত: ৩০ May ২০২৫ ২১:১৬

গাজায় মানবিক বিপর্যয় মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে ইউরোপীয় দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আহ্বান জানানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর বিরুদ্ধে ‘ইহুদি রাষ্ট্রবিরোধী ক্রুসেড’ চালানোর অভিযোগ তুলেছে ইসরাইল।

জেরুজালেম থেকে এএফপি জানায়, শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেন, ‘গাজায় কোনো মানবিক অবরোধ নেই। এটা নির্জলা মিথ্যাচার।’

তারা আরও বলে, ‘জিহাদী সন্ত্রাসীদের ওপর চাপ প্রয়োগের বদলে মাখোঁ তাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্র উপহার দিতে চান। সন্দেহ নেই, ওই রাষ্ট্রের জাতীয় দিবস হবে ৭ অক্টোবর।’ এতে ২০২৩ সালের হামাসের হামলার প্রতি ইঙ্গিত করা হয়, যেটি গাজা যুদ্ধের সূচনা ঘটায়।

প্রসঙ্গত, ইসরাইল গত সপ্তাহে দুই মাসেরও বেশি সময় ধরে চলা সরবরাহ নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। কিন্তু খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতির মুখে থাকা গাজায় সহায়তা এখনও অতি ধীর গতিতে প্রবেশ করছে।

এমন পরিস্থিতিতে মাখোঁ শুক্রবার সিঙ্গাপুরে শীর্ষ এক প্রতিরক্ষা সম্মেলনে বলেন, ‘যদি আমরা গাজাকে পরিত্যাগ করি, যদি ইসরাইলের জন্য ফ্রি পাস তৈরি করি, তাহলে আমরা সন্ত্রাসী হামলার নিন্দা করলেও আমাদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস হয়ে যাবে।’

তিনি ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ইসরাইলের বিরুদ্ধে একযোগে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং প্রয়োজনে নিষেধাজ্ঞার কথাও উত্থাপন করেন।

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি একটি রাজনৈতিক অপরিহার্যতা।’

ফ্রান্স ও সৌদি আরব বর্তমানে জাতিসংঘে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য হলো ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুনরুজ্জীবিত করা। কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এই সমাধানের ঘোর বিরোধী।

শুক্রবারের বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘হামাস ইতোমধ্যে মাখোঁর বক্তব্যের প্রশংসা করেছে। হামাস জানে, কেন।



আপনার মূল্যবান মতামত দিন: