odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

চট্টগ্রামে অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

odhikarpatra | প্রকাশিত: ৩১ May ২০২৫ ১৭:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৩১ May ২০২৫ ১৭:৪৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের পরিচয় জানা যায়নি।


শনিবার সকাল ৯ টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আলমগীর (২৮) ও বৃষ্ণ দাশ (২৯)। তাদের বাড়ি বাঁশখালী উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঁশখালীর চাম্বল থেকে শহরমুখি একটি সিএনজি অটোরিকশা মাজার গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাঁশখালীমুখি একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: