odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

হুথিদের হাতে আটক ত্রাণকর্মীদের মুক্তি দাবি জাতিসংঘ মহাসচিবের

odhikarpatra | প্রকাশিত: ৩ June ২০২৫ ২২:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৩ June ২০২৫ ২২:৪৩

 ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে এক বছর আগে আটক হওয়া জাতিসংঘের কর্মীসহ সহায়তা সংস্থার কয়েক ডজন কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত বছর জুনে ১৩ জন জাতিসংঘ কর্মী ও সহায়তা সংস্থার ৫০ জনেরও বেশি কর্মীকে আটক করে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক বিবৃতিতে গুতেরেস বলেন, তাদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দিতে আমি পুনরায় আহ্বান জানাচ্ছি।

ইয়েমেন বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ তার কার্যালয় থেকে বিবৃতিতে প্রচার করেন।
বিবৃতিতে গুতেরেস বলেন, জাতিসংঘ ও এর মানবিক অংশীদারদের কখনই লক্ষ্যবস্তু করা, গ্রেপ্তার বা আটক করা উচিত নয়। তারা মানুষের সেবার তাদের দায়িত্ব পালন করেন।

এক দশকের গৃহযুদ্ধ ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। সেখানে জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

সহায়তা কর্মীদের আটকের ফলে জাতিসংঘ আরব উপদ্বীপের দরিদ্রতম এ দেশটির কিছু অঞ্চলে তাদের সহায়তা ও লোকবল সীমিত এবং কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়।

হুথিদের দাবি করে, সেখানে সহায়তার আড়ালে একটি ‘মার্কিন-ইসরাইলি গুপ্তচর’ গোষ্ঠী কাজ করছিল। জাতিসংঘ এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

গুতেরেস গত ফেব্রুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচির একজন কর্মীকে আটকের ঘটনাকে ‘দুঃখজনক ট্র্যাজেডি’ অভিহিত করে দুঃখ প্রকাশ করেন।

হুথি বিদ্রোহীরা সৌদি-নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধের সময় ত্রাণকর্মীসহ শত শত বেসামরিক নাগরিককে অপহরণ, নির্বিচারে আটক ও নির্যাতন করে।



আপনার মূল্যবান মতামত দিন: