odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে মাদকসহ গ্রেফতারকৃত নয়জন কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ৫ June ২০২৫ ২০:৩২

odhikarpatra
প্রকাশিত: ৫ June ২০২৫ ২০:৩২

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেফতারকৃত নয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

গ্রেফতারকৃত আসামি মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ, মো. ইমরান (৩২), মো. রবিউল ইসলাম (৩০), মো. রাসেল (২২), মো. নয়ন (২৩), মো. জুম্মন (২৫) ও মো. শাহাদাতকে (২০) কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আজ তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে বুধবার (৪ জুন) রাতে সেনাবাহিনী ও র‌্যাব-২ যৌথভাবে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় অবস্থিত বিহারি ক্যাম্পে এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: