odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

খামেনেয়ীকে আর বেঁচে থাকতে দেওয়া যায় না: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

odhikarpatra | প্রকাশিত: ১৯ June ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ১৯ June ২০২৫ ২৩:৫৯

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরাইলের একটি হাসপাতালে আঘাত হানার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর থাকতে দেওয়া যাবে না’।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হামলার ইঙ্গি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমন উত্তেজনার মধ্যে ইরানি হামলায় ইসরাইলের দক্ষিণের শহর বিয়ারশেবায় সরোকা হাসপাতাল আগুন ধরে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান দাবি করেছে, তারা একটি সামরিক ও গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছে।

জেরুসালেম থেকে এএফপি জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতাল হামলার জন্য ইরানকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুমকি দিয়েছে।

অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ কঠোর ভাষায় বলেন, ‘খামেনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন তিনি ইসরাইল ধ্বংস করতে চান। তিনি ব্যক্তিগতভাবে হাসপাতালগুলোতে হামলার আদেশ দিয়েছেন। তিনি মনে করেন, ইসরাইল ধ্বংস করা তার লক্ষ্য। এমন একজন মানুষের অস্তিত্ব আর টিকিয়ে রাখতে দেওয়া যায় না।’

হাসপাতালের পরিচালক শ্লোমি কোডিশ বলেন, সরোকায় ৪০ জন আহত হয়েছেন। একটি খালি করা সার্জিক্যাল ভবন ধ্বংস হয়ে ধোঁয়া বের হয়েছে। কয়েকটি ওয়ার্ড সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং হাসপাতালের বিভিন্ন ভবন, জানালা, ছাদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই দেশের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ গাজা যুদ্ধের ১৯ মাসের মধ্যে নতুন করে ইরান-ইসরাইল সংকট সৃষ্টি হয়েছে। দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা সপ্তম দিনে গড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: