odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ সৌদি আরবের

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৫ ১৫:৩১

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৫ ১৫:৩১

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব। 

রিয়াদ থেকে এএফপি এ খবর জানায়।

রোববার এক্স-এ দেওয়া পোস্টে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভ্রাতৃপ্রতিম ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি সৌদি আরব গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এতে আরো বলা হয়, এই পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা প্রশমিত করা এবং সংঘর্ষ এড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো জরুরি।

এ সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন: