ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

ইরানে নতুন করে হামলা শুরু ইসরাইলের

odhikarpatra | প্রকাশিত: ২২ জুন ২০২৫ ১৫:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২২ জুন ২০২৫ ১৫:৪৫

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর রোববার তারা পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকসহ সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়েছে।


জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘পশ্চিম ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা’ শুরু করেছে বিমান বাহিনী। তারা আরো বলেছে, তারা ‘ইসরাইলি ভূখণ্ডের দিকে ছোঁড়ার জন্য প্রস্তুত ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ইরানি সশস্ত্র বাহিনীর সৈন্যদের ওপর হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ আগে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী লঞ্চারগুলোকে দ্রুত নিষ্কিয় করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: