odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 12th December 2025, ১২th December ২০২৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহত ২৩

odhikarpatra | প্রকাশিত: ২২ June ২০২৫ ২৩:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২২ June ২০২৫ ২৩:৩৭

ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র উপকূলীয় শহর তেল আবিবসহ ইসরাইলের অন্তত তিনটি এলাকায় আঘাত হেনেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও উদ্ধারকারী সংস্থা। 


জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হামলায় তেল আবিবের রামাত আবিভ এলাকার কয়েকটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তেল আবিবের মেয়র রন হুলদাই সাংবাদিকদের বলেন, ‘যে বাড়িটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি আগে থেকেই ভেঙে ফেলার পরিকল্পনা ছিল। তাই ভেতরে কেউ ছিলেন না। 

তিনি আরো বলেন, যারা আশ্রয়কেন্দ্রে ছিলেন, তারা সবাই সুস্থ ও নিরাপদে আছে। 

ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে জানায়, তেল আবিবের দক্ষিণে নেস জিওনা এবং উত্তরের হাইফাতেও ক্ষেপণাস্ত্রের আঘাত লেগেছে। 

দেশটির জরুরি চিকিৎসা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’-এর প্রধান এলি বিন সাংবাদিকদের জাানন, হামলায় সারা দেশে ২৩ জন আহত হয়েছেন। 

ইসরাইলি সেনাবাহিনী জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে দুই ধাপে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কিত তথ্য কঠোর সামরিক সেন্সরশিপের অধীন। তবে, গত ১৩ জুন ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে অন্তত ৫০টি হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে নেতানিয়াহু সরকার। যাতে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর দাবী, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত সাড়ে ৪শটির বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১ হাজার ড্রোন প্রতিহত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: