odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সাবেক সিইসি নুরুল হুদাকে হেনস্তা: স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ কারাগারে

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২৫ ২৩:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২৫ ২৩:৩৮

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে মারধরের ঘটনায় গ্রেফতার উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  মো. হানিফকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন  ঢাকার একটি আদালত।


আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ জুন উত্তরা ৫ নম্বর সেক্টরের একটি বাড়িতে সাবেক সিইসি কে এম নুরুল হুদার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে বলে জানতে পারে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে বিমানবন্দর থানায় নিয়ে যায় এবং পরে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়।এ ঘটনায় ৬ জনকে আসামি করে আজ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন সংশ্লিষ্ট  থানার এসআই সজিব হাসান। দণ্ডবিধি আইনের ১৪৩, ৪৪৮, ৩২৩ ও ৫০০ ধারায় মামলা দায়ের করা হয়।

উল্লেখ,এর আগে রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩ জুন অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগ শেরেবাংলা নগর থানার করা মামলায় কেএম নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন: