odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

এইচএসসি পরীক্ষা চলাকালে যান চলাচল সম্পর্কিত ডিএমপির  নির্দেশনা

odhikarpatra | প্রকাশিত: ২৪ June ২০২৫ ২৩:৪৩

odhikarpatra
প্রকাশিত: ২৪ June ২০২৫ ২৩:৪৩

এইচএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করাসহ ঢাকা মহানগরের সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের নিম্নোক্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

আজ মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে শুরু হবে।  ঢাকা মহানগরীতে মোট ৮৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।  পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত নির্বিঘ্ন করতে 

ডিএমপির দেয়া নির্দেশনাগুলো হলো:

এক. পরীক্ষার্থীরা যথেষ্ট সময় হাতে নিয়ে পরীক্ষার জন্য রওনা হবে।

দুই. ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে না নেমে কাছাকাছি স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবে। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে কাছের কোন স্থান থেকে গাড়িতে উঠবে।

তিন. যানবাহন কোনোক্রমেই পরীক্ষা কেন্দ্রের সড়কে পার্কিং করে রাখা যাবে না (পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে) ।

চার. অভিভাবকবৃন্দকে পরীক্ষা কেন্দ্রের আশেপাশের সড়কে অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে। 

(অভিভাবকবৃন্দের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী অর্থদণ্ড যোগ্য অপরাধ)
পাঁচ. পরীক্ষার্থীদের কেন্দ্রে আসা-যাওয়ার সুবিধার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্বে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী ব্যতীত অন্য সকল যাত্রীরা জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্রের সড়কসমূহ যথাসম্ভব পরিহার করে চলবেন।

এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে ডিএমপি।



আপনার মূল্যবান মতামত দিন: