odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

মাগুরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৮ June ২০২৫ ২০:২৫

odhikarpatra
প্রকাশিত: ২৮ June ২০২৫ ২০:২৫

মাগুরা জেলা সদর উপজেলায় আজ প্রাইভেট কার ও রিকশা ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তৈয়ব আলী (৬০) নামের এক ভ্যানের একযাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে মাগুরা সদর উপজেলার আলোমখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তৈয়ব আলী ও তার স্ত্রী নবীরন নেছা রিকশা ভ্যানে করে গোপালপুর বাজারে কাপড় কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে আলোমখালি নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহগামী একটি প্রাইভেট কারের সঙ্গে রিকশা ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা সড়কের উপর ছিঁটকে পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানের যাত্রী তৈয়ব আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় নিহত তৈয়ব আলীর স্ত্রী নবীরন নেছা ও ভ্যানচালক জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহত তৈয়ব আলীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: