odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 17th December 2025, ১৭th December ২০২৫

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১১ July ২০২৫ ১৯:১১

odhikarpatra
প্রকাশিত: ১১ July ২০২৫ ১৯:১১

চুয়াডাঙ্গা  জেলার জীবননগর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম আরিফ (৩৫)   নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 


আজ শুক্রবার দুপুরে জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের কানাপুকুরে এ ঘটনা ঘটে।

মৃত আরিফুল ইসলাম আরিফ জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার আইজেল আলীর ছেলে। আরিফুল ইসলাম আরিফ সৌদি আরব থেকে দেশে ফিরে গরু কেনা-বেচার ব্যবসা করত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আরিফুল ইসলাম আরিফ বাড়ির পাশের কানাপুকুরে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে পুকুরের মাঝখানে একটা বড়ো মরা মাছ ভেসে থাকতে দেখে তিনি মাছটি আনতে গিয়ে পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে জীবননগর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে বিকেল সাড়ে ৩ টার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের তলদেশ থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

পানিতে ডুবে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত আরিফুল ইসলাম আরিফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন: