ঢাকা | সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

লেবাননে ১জন নিহত ইসরাইলি হামলায়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ২০:২৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ২০:২৫

ইসরাইল দক্ষিণ লেবাননে শনিবার  হামলা চালিয়েছে। হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। 

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নভেম্বরে ইসরাইল এবং ইরান-সমর্থিত গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে যুদ্ধবিরতি সত্ত্বেও এই হামলা চালিয়েছে ইসরাইল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াতা আল-খিয়াম গ্রামের একটি বাড়িতে হামলা করেছে ইসরাইলি বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘খিয়াম এলাকায় হিজবুল্লাহর ট্যাঙ্ক-বিরোধী ইউনিটের একজনকে হত্যা করেছে’।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরিয়ে নিয়েছে, যা ইসরাইলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। 

পাশাপাশি চুক্তি অনুযায়ী, ইসরাইলকেও লেবানন থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু তারা এখনো পাঁচটি স্থানে সেনা রেখে দিয়েছে, যেগুলোকে তারা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ মনে করে।

শুক্রবার, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, তিনি ইসরাইলের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনে ইচ্ছুক, তবে সম্পর্ক স্বাভাবিকীকরণ বর্তমানে লেবাননের পররাষ্ট্র নীতির অংশ নয়।



আপনার মূল্যবান মতামত দিন: