odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

মাদ্রাসা ছাত্ররা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিলেন: হেফাজত মহাসচিব

odhikarpatra | প্রকাশিত: ২৪ August ২০২৫ ২৩:১৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ August ২০২৫ ২৩:১৭

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা সাজিদুর রহমান বলেছেন, মাদ্রাসা ছাত্ররা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকায় ছিলেন। তারা জুলাই বিপ্লবে জীবনবাজি রেখে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রথম সারিতে থেকে লড়াই করে ৮০ জন শাহাদাত বরণ করেছেন। 

শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, মোদি বিরোধী আন্দোলনেও ২০জন শহীদ হয়েছেন। ১৩ সালে শাপলার আন্দোলনেও অগণিত ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত এবং ইসলামের বাংলাদেশ। দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে ছাত্রদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি কাজী মাহমুদুল হাসান। সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি বাকি বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বেফাকের সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, বারিধারা মাদরাসার মুঈনে মুফতি জাবের কাসেমী, বাংলাদেশ আইম্মা পরিষদের মহাসচিব মাওলানা এনামুল হক মুসা। 

ঢাকাস্থ জামালপুর জেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুফতি সিদ্দিকুর রহমানের উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে মুফতি বাকি বিল্লাহ সংগঠনটির প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: