odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ১

odhikarpatra | প্রকাশিত: ২৬ August ২০২৫ ২০:০৬

odhikarpatra
প্রকাশিত: ২৬ August ২০২৫ ২০:০৬

ইসরাইলি হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে আজ মঙ্গলবার ১ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্ক থেকে নিন্দা জানানোর এক দিন পরই নতুন করে ইসরাইলি হামলা হলো। 

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি জোটের নেতৃত্বে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে।
তারা দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু করেছে।
সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে জানায়, সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক যুবক নিহত হয়েছে।
গতকাল সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্শ্ববর্তী বেইত জিনে ইসরাইলি সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে,  ইসরাইল ১১টি সামরিক যান ও প্রায় ৬০ জন সৈন্যের একটি বাহিনী মোতায়েন করেছে। তারা হারমন পর্বতের পাদদেশে একটি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরাইলি আক্রমণকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দাও জানিয়েছে সিরিয়া।
অস্ত্র শনাক্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে গত সপ্তাহে তারা বেশ কয়েকটি অভিযান চালিয়েছে বলে রোববার জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন: