odhikarpatra@gmail.com ঢাকা | শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ণঅধিকার পরিষদের বিক্ষোভে হামলা, রক্তাক্ত নুরুল হক নূর

odhikarpatra | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ২২:১৫

odhikarpatra
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ২২:১৫

ণঅধিকার পরিষদের বিক্ষোভে হামলা, রক্তাক্ত নুরুল হক নূর

রাজধানীর পল্টন মোড়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গুরুতরভাবে রক্তাক্ত হন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভের কিছুক্ষণ পরেই হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, “বিক্ষোভ মিছিলের সময় জাতীয় পার্টির অফিসের সামনে থেকে প্রায় দুই থেকে তিনশত লোক হামলায় অংশ নেয়। হামলায় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা জড়িত ছিল।”

তিনি আরও জানান, হামলায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তবে এক পর্যায়ে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: