
ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ :
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলরুমে সামাজিক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. মেশকাত উদ্দিন।
অনুষ্ঠানে দেশের তিন গুণী ব্যক্তিকে আজীবন সম্মাননা এবং আরও তিনজনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন দৈনিক কালের কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক হায়দার আলী। তার অনুপস্থিতিতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন সহধর্মিণী রুমা হায়দার।
আজীবন সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী হাবিবুল বাশার সুমন এবং প্রখ্যাত সুরকার মিল্টন খন্দকার।
হায়দার আলী দীর্ঘদিন ধরে অনুসন্ধানী সাংবাদিকতায় সক্রিয়। দুর্নীতি, অপরাজনীতি, প্রশাসনিক অনিয়ম ও সামাজিক বৈষম্য নিয়ে তার একাধিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ প্রশংসিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম নিয়ে করা একটি প্রতিবেদন মালয়েশীয় প্রেস ইনস্টিটিউটের বিশেষ পুরস্কারসহ ইউনেসকোসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে ৬৪ বছর ধরে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ কাজ করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও দেশের কল্যাণে যারা অবদান রাখছেন, তাদের স্বীকৃতি প্রদান তাদের নিয়মিত কর্মসূচির অংশ।
আপনার মূল্যবান মতামত দিন: