
অধিকার পত্র ডটকম প্রতিবেদন
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি ড্রোন বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন এবং আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার নাকুরা এলাকায় ঘটনাটি ঘটে।
লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি সীমান্তবর্তী অঞ্চলে বিধ্বস্ত একটি ড্রোন পরিদর্শনের সময় সেটি বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা এবং অপরজন একজন সৈন্য।
বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এই বিস্ফোরণ এমন এক সময় ঘটল যখন ইসরাইল-হিজবুল্লাহ সংঘাত নিরসনে সাময়িক যুদ্ধবিরতি চলছে এবং জাতিসংঘের সহায়তায় লেবানন দক্ষিণাঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় সেনা মোতায়েন করছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন,
“দক্ষিণে শান্তি রক্ষায় সেনাবাহিনী রক্ত দিয়ে মূল্য দিচ্ছে।”
তিনি জানান, যুদ্ধবিরতির পর এটি লেবানন সেনাবাহিনীর জন্য চতুর্থ মারাত্মক ঘটনা। এর আগে চলতি মাসের শুরুতে একটি অস্ত্র গুদামে বিস্ফোরণে ছয় সেনা নিহত হয়।
আউন আরও বলেন, এই ধরণের হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০২৭ সালের মধ্যে শান্তিরক্ষী বাহিনীর প্রত্যাহারের পূর্ব মুহূর্তে আন্তর্জাতিকভাবে ইসরাইলের প্রতি লেবাননের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে আহ্বান।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামও ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন,
“সেনাবাহিনী লেবাননের সার্বভৌমত্বের রক্ষক এবং জাতীয় ঐক্যের স্তম্ভ।”
এখনো পর্যন্ত ইসরাইলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
মানবাধিকার ও যুদ্ধ অধিকার পত্র ডটকম নিউজ ইসরাইলি ড্রোন বিস্ফোরণ লেবানন সেনাবাহিনী নিহত লেবানন ইসরাইল যুদ্ধবিরতি
আপনার মূল্যবান মতামত দিন: