
ঢাকা: দেশের প্রখ্যাত আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে শুক্রবার হাসপাতালে দেখতে গিয়ে অবরুদ্ধ অবস্থায় পড়তে হয়েছে। তিনি অসুস্থ এক সহকর্মীকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে কিছু সময়ের জন্য হাসপাতালের ভেতরে আটকে রাখেন বলে জানা গেছে।
চোখে পড়া প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরে তাকে ঘিরে রাখা হয় এবং বাইরে বের হতে সাময়িকভাবে বাধা দেওয়া হয়। তবে কিছুক্ষণ পর তাকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।
এ ঘটনায় সমালোচনা উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করছেন, একজন শিক্ষক ও আইন বিশেষজ্ঞকে এভাবে অবরুদ্ধ করা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।
ড. আসিফ নজরুল বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও, ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে—তিনি নিরাপদে হাসপাতালে থেকে বের হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: