odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

odhikarpatra | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬

odhikarpatra
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তা কাটল। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠেয় ডাকসু নির্বাচন আয়োজনের আর কোনো আইনি বাধা থাকল না।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। তিনি জানান, হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। শুনানি শেষে আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

এর আগে হাইকোর্ট ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছিল। তবে চেম্বার আদালতের এ আদেশের মাধ্যমে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকছে না বলে জানান সংশ্লিষ্টরা।

ডাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের প্রত্যাশার বিষয় হয়ে আছে। এ রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা নির্বাচনের প্রস্তুতি জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে।


 

ডাকসু নির্বাচন ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্টের আদেশ, চেম্বার আদালত, বাংলাদেশ ছাত্র রাজনীতি, ডাকসু নির্বাচন স্থগিতাদেশ, ডাকসু ভোট, বিশ্ববিদ্যালয় নির্



আপনার মূল্যবান মতামত দিন: