odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

আমাদের আরও সাহায্য প্রয়োজন’ : আফগানিস্তানে বাড়ছে মৃতের সংখ্যা

odhikarpatra | প্রকাশিত: ২ September ২০২৫ ১৮:৩১

odhikarpatra
প্রকাশিত: ২ September ২০২৫ ১৮:৩১

 

আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগ ও সংঘাতজনিত পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প, বন্যা ও খাদ্য সংকটে ব্যাপক প্রাণহানি ঘটছে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থার হিসাবে, মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এবং আহতদের অবস্থা আরও শঙ্কাজনক হয়ে উঠছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, দেশটির প্রত্যন্ত অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। আফগানিস্তানের সাধারণ মানুষ মানবিক সহায়তার জন্য হাহাকার করছে। এক স্থানীয় কর্মকর্তার ভাষায়— “আমাদের আরও সাহায্য প্রয়োজন, পরিস্থিতি প্রতিদিন ভয়াবহ হয়ে উঠছে।”

মানবিক সহায়তা পৌঁছাতে না পারায় গ্রামীণ অঞ্চলে শিশু ও বৃদ্ধদের ঝুঁকি সবচেয়ে বেশি। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে আফগানিস্তানের ত্রাণকর্মী ও স্থানীয় প্রশাসন।

 



আপনার মূল্যবান মতামত দিন: