odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫
পল্টন মোড় অবরোধে রাজধানীতে দীর্ঘ যানজট

গণঅধিকার পরিষদের অবস্থান আলোচনার কেন্দ্রবিন্দু

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৫ ১৯:১৫

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৫ ১৯:১৫

নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৫:

রাজধানীর পল্টন মোড়ে গণঅধিকার পরিষদ (জেপিএফ) সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিকেল সোয়া ৪টার দিকে কর্মীরা অবস্থান নিলে পুরো এলাকা স্থবির হয়ে পড়ে। অফিস ছুটির সময়ে এই কর্মসূচির কারণে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।

পল্টন থানার ওসি মাহমুদুল হক বলেন, “তারা রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করছে। চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা নিরাপদ দূরত্ব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

সংঘর্ষের পটভূমি

৩০ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিলে সংঘর্ষ হয়। এর পরদিন মশাল মিছিল ও প্রেস ব্রিফিং চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নূর আহত হন। সেই ঘটনার প্রতিবাদে আজকের এ অবরোধ কর্মসূচি।

ঘটনার পর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রশাসনের অবস্থান

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ঘটনাটির বিচার বিভাগীয় তদন্ত হবে। অপরদিকে আইএসপিআর বলেছে, “শান্তিপূর্ণ সমাধানের সব চেষ্টা ব্যর্থ হওয়ায় ‘মব ভায়োলেন্স’ রোধে বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।”

প্রভাব ও বিশ্লেষণ

রাজধানীতে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়ে হাজারো মানুষ।

 

রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েছে, নূরের সমর্থনে নতুন আন্দোলনের আভাস মিলছে।

 

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ও সমালোচনা জোরদার হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: