odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

খুলনায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টি অফিস ভাঙচুর

odhikarpatra | প্রকাশিত: ৩ September ২০২৫ ২১:০২

odhikarpatra
প্রকাশিত: ৩ September ২০২৫ ২১:০২

স্টাফ রিপোর্টার | খুলনা | অধিকার পত্র

আজ ৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেলে খুলনায় গণ অধিকার পরিষদ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিলটি ডাকবাংলা ফেরিঘাট মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দাবিদাওয়া

বিক্ষোভ থেকে নেতৃবৃন্দ নুরুল হক নুরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি জানান।

ভাঙচুর ও উত্তেজনা

মিছিল শেষে উত্তেজিত কর্মীরা শহরের একটি জাতীয় পার্টি অফিসে হামলা চালায়। এ সময় অফিসটিতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা জানান, অফিসের ভেতর থেকে রড, শাবল, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উপস্থিতি ও পরিবেশ

বিক্ষোভে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতা–কর্মী ছাড়াও বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।



আপনার মূল্যবান মতামত দিন: