
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাপের কামড়ে গোপা ঘোষ (৪৫) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাইদপুর ইউনিয়নের পূর্ব সাইদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, গোপা ঘোষ রাতে শৌচাগার থেকে ফেরার পথে সাপের কামড়ে আহত হন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত শিক্ষিকা গোপা ঘোষ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং সাইদপুর গ্রামের পিন্টু কুমার ঘোষের স্ত্রী। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মূল্যবান মতামত দিন: