
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৫
বাউল সম্রাট লালন সাঁইয়ের তিরোধান দিবসকে জাতীয় মর্যাদায় পালনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী ১৭ অক্টোবর থেকে দিনটিকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে পালন করা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, লালন সাঁইয়ের চিন্তাধারা, দর্শন ও মানবতাবাদী জীবনবোধ বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার অবদানকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ উপলক্ষে ওই দিন সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান যথাযোগ্যভাবে কর্মসূচি পালন করবে। সাংস্কৃতিক অঙ্গনেও নেওয়া হবে বিশেষ আয়োজন।
বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে অসংখ্য গবেষক লালনের গান ও দর্শনের প্রভাবের কথা উল্লেখ করেছেন। সরকার বলছে, দিনটিকে জাতীয় মর্যাদা দেওয়ার মাধ্যমে নতুন প্রজন্ম লালনের দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত হবে।
লালন সাঁই তিরোধান দিবস লালন সাঁই ‘ক’ শ্রেণিভুক্ত দিবস মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিষ্ঠানের নির্দেশনা অধিকার পত্র odhikarpatra.com বাউল সম্রাট লালন
আপনার মূল্যবান মতামত দিন: