
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের উৎসাহ ব্যাপকভাবে বেড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাকসুর ২৩টি পদের জন্য মোট ৩৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৫টি আসনের জন্য ৮৪ জন এবং বিভিন্ন হল সংসদের ১৫টি পদের জন্য ৭৫৪টি মনোনয়নপত্র তোলা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ২৩৩ জন শিক্ষার্থী এ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ দেখিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে জমা পড়েছে মাত্র ২৯টি ফরম। আগামী কয়েক দিনের মধ্যে বাকি মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
পদের ভিত্তিতে মনোনয়নকারীদের সংখ্যা
- সহ-সভাপতি (ভিপি): ১৪ জন
- সাধারণ সম্পাদক (জিএস): ৮ জন
- সহকারী সাধারণ সম্পাদক (এজিএস): ১০ জন
- ক্রীড়া সম্পাদক: ৮ জন, সহকারী ক্রীড়া সম্পাদক: ৮ জন
- সংস্কৃতি সম্পাদক: ৫ জন, সহকারী সংস্কৃতি সম্পাদক: ৭ জন
- মহিলা সম্পাদক: ৫ জন, সহকারী মহিলা সম্পাদক: ৪ জন
- তথ্য ও গবেষণা সম্পাদক: ৯ জন, সহকারী সম্পাদক: ৫ জন
- মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: ৭ জন, সহকারী সম্পাদক: ৪ জন
- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ৩ জন, সহকারী সম্পাদক: ৬ জন
- বিতর্ক ও সাহিত্য সম্পাদক: ৩ জন, সহকারী সম্পাদক: ৪ জন
- পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: ১৩ জন, সহকারী সম্পাদক: ১১ জন
নির্বাচন আয়োজন
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: