
সংবাদ
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হামাস গাজা উপত্যকায় বন্দী থাকা সব জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এই প্রস্তাব গ্রহণ না করে পাল্টা পাঁচটি শর্ত দিয়েছে।
হামাস বলেছে, বন্দী বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্ত ক্রসিং খোলা এবং পুনর্গঠন কার্যক্রম শুরু হলে তারা আলোচনায় যেতে রাজি। কিন্তু ইসরায়েল জানিয়েছে, জিম্মি মুক্তির পাশাপাশি হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, গাজাকে অস্ত্রমুক্ত করতে হবে এবং এমন একটি প্রশাসন গঠন করতে হবে যারা সন্ত্রাসে জড়াবে না।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, হামাস শর্ত না মানলে গাজার পরিণতি আরও ভয়াবহ হবে। অপরদিকে বিরোধীদলীয় নেতা লাপিদ সরকারের অবস্থান সমালোচনা করে বলেছেন, এইভাবে আলোচনার পথ বন্ধ হলে জিম্মিদের মুক্তি সম্ভব নয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের আকস্মিক হামলার পর থেকে এ পর্যন্ত গাজায় ৬৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি আহত হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতের সমাধানে আন্তর্জাতিক মহল নতুন করে আলোচনার আহ্বান জানাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: