odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

হাইকোর্টে রিট খারিজ, নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হবে

odhikarpatra | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

odhikarpatra
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

সংবাদ প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে।

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিচারপতি মো. মোজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী সরদার আবুল হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিট আবেদনকারী ছিলেন মো. জুলিয়াস সিজার তালুকদার, যিনি ডাকসুর ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। প্রাথমিক প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর (২৬) থাকলেও পরবর্তীতে নিষিদ্ধ ঘোষিত একটি ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়। এ বিষয়ে আপিল করলেও ট্রাইব্যুনাল কোনো রায় না দিয়ে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠায়। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা এবং ব্যালট নম্বর বাতিলের সিদ্ধান্ত দেয়।

জুলিয়াস সিজার দাবি করেন, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ কারণে তিনি ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান। কোনো সাড়া না পেয়ে তিনি ৩১ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন। তবে হাইকোর্ট সেই আবেদন সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের এ আদেশের ফলে ডাকসু নির্বাচন ২০২৫ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: