odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ডাকসু নির্বাচন ২০২৫: ভোটদানের নিয়মকানুন ও বিশেষ প্রস্তুতি প্রকাশ

odhikarpatra | প্রকাশিত: ৮ September ২০২৫ ২৩:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৮ September ২০২৫ ২৩:৪৫

বার্তা কক্ষ।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য প্রকাশ করা হয়েছে ভোটদানের বিস্তারিত নির্দেশনা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভোটারদের পরিচয় নিশ্চিত করতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ এবং অন্য বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, হল বা লাইব্রেরি আইডি কার্ড প্রদর্শন করতে হবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ভোটারের আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে এবং ভোটার তালিকায় স্বাক্ষর করতে হবে।

ডাকসু নির্বাচনে এবার ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে ১৮টি হলে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনে ২৩৪টি পদে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। একজন ভোটারকে সর্বমোট ৪১টি ভোট দিতে হবে। ডাকসুর জন্য পাঁচ পৃষ্ঠার এবং হল সংসদের জন্য এক পৃষ্ঠার ব্যালট ওএমআর শিট ব্যবহার করা হবে।

গোপন কক্ষে প্রবেশের সময় মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করা যাবে না। ভোট দেওয়ার সময় নির্ধারিত ঘরে সঠিকভাবে চিহ্ন দিতে হবে এবং ভোটপত্র ভাঁজ না করে সংশ্লিষ্ট ব্যালট বাক্সে ফেলতে হবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, এ নির্বাচনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে। ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের জন্য তৈরি করা হয়েছে আলাদা ব্রেইল ব্যালট, যাতে সূচিপত্র ও প্রার্থীদের তালিকা থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: