
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (অধিকার পত্র ডটকম):
ডাকসু নির্বাচনের পরবর্তী এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, প্রশাসনের পক্ষপাতিত্ব এবং ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সংবাদ সম্মেলনে বলেন, “ডাকসু নির্বাচন ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার একটি বড় সুযোগ ছিল। কিন্তু সরকারি প্রভাব, ভোট কারচুপি ও জালিয়াতির মাধ্যমে এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে।”
তারা অভিযোগ করেন, নির্বাচনের দিন ক্যাম্পাসে বিরোধী দলের প্রার্থীদের এজেন্টদের বহিষ্কার, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ডকে ছাত্রদল বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির জন্য হুমকি বলে অভিহিত করেছে।
সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি জানায়—
- ডাকসু নির্বাচনের সুষ্ঠু তদন্ত করতে হবে।
- সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
- শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তারা আরো ঘোষণা দেন, সুষ্ঠু তদন্ত না হলে ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবে।
ডাকসু নির্বাচন ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদল সংবাদ সম্মেলন ডাকসু ভোট অনিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন
আপনার মূল্যবান মতামত দিন: