odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

আমি কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীল নই : ঢাবি উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ৯ September ২০২৫ ২১:২৯

odhikarpatra
প্রকাশিত: ৯ September ২০২৫ ২১:২৯

ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৫ (অধিকার পত্র ডটকম):

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান বলেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্যশীল নন এবং সবার মতামতকে সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে চান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচন শেষে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ জানাতে গেলে এ কথা বলেন উপাচার্য। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ তোলেন।

ছাত্রদলের অভিযোগ

রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং তাদের প্রভাবিত হয়ে নির্বাচন পরিচালিত করেছে। তিনি বলেন, “যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় ঢাবি ভিসিকে নিতে হবে।”
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দাবি করেন, সকাল থেকেই জামায়াতের লোকজন প্রবেশপথগুলোতে অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করেছে।

উপাচার্যের ব্যাখ্যা

অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “জামায়াতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। সাদিক, হাসনাত, সারজিসকে আন্দোলনের নেতা হিসেবে চিনতাম, রাজনৈতিক পরিচয় জানা ছিল না।”
তিনি আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের আনুগত্যশীল নই। আইন-শৃঙ্খলা জোরদার করা হয়েছে, ক্ষুদ্র ও বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।”

প্রশাসনের মন্তব্য

ঢাবির ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে—এটি সম্পূর্ণ ভুল তথ্য। যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।”

SEO কীওয়ার্ড

ঢাবি উপাচার্য নিয়াজ উদ্দিন খান, ডাকসু নির্বাচন ২০২৫, ছাত্রদল সংবাদ সম্মেলন, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন অনিয়ম, বাংলাদেশ রাজনীতি


 



আপনার মূল্যবান মতামত দিন: