odhikarpatra@gmail.com ঢাকা | বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: ভোট শেষে শিবির-সমর্থিত প্যানেলের অভিযোগ ও প্রতিক্রিয়া

odhikarpatra | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০

odhikarpatra
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শিবির-সমর্থিত প্যানেল এক সংবাদ সম্মেলনে অভিযোগ উত্থাপন করেছে। তাদের দাবি, ভোটের সময় বিভিন্ন কেন্দ্রে অনিয়ম হয়েছে এবং প্রশাসনসহ নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে।

প্যানেলের নেতারা সংবাদ সম্মেলনে বলেন, নির্বাচন শুরুর পর থেকেই তাদের প্রার্থীদের এজেন্টদের একাধিক হলে বাধা দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে ভোটারদের অবাধে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন তারা।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে কমিশন কোনো পক্ষপাত করেনি এবং প্রার্থীদের অভিযোগ তদন্ত সাপেক্ষে দেখা হবে।

এদিকে অন্য রাজনৈতিক প্যানেলগুলোও সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে পাল্টা মন্তব্য করেছে। ছাত্রদল-সমর্থিত প্যানেলও অভিযোগ করেছে, নির্বাচনে ন্যায্য পরিবেশ নিশ্চিত করা হয়নি।

ভোট গণনা শেষ হলে ফলাফল ঘোষণা করবে কর্তৃপক্ষ। তবে অভিযোগ-পাল্টা অভিযোগের কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


???? SEO কীওয়ার্ড

ডাকসু নির্বাচন ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিবির-সমর্থিত প্যানেল, ছাত্র রাজনীতি, ভোট অনিয়ম, নির্বাচন কমিশন


 



আপনার মূল্যবান মতামত দিন: