odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
স্বামীর বিরুদ্ধে যৌতুক ও দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে আদালতে মামলা করলেন অভিনেত্রী সানাই মাহবুব

স্বামীর বিরুদ্ধে যৌতুক ও দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে মামলা করলেন অভিনেত্রী সানাই মাহবুব

odhikarpatra | প্রকাশিত: ১২ September ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১২ September ২০২৫ ২৩:৫৫

বিনোদন প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

ঢাকাই শোবিজ অঙ্গনের আলোচিত অভিনেত্রী ও মডেল সানাই মাহবুব আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কারণ কোনো সাহসী ফটোশুট নয়, বরং এক মর্মান্তিক অভিযোগ। স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক দাবি এবং দেহব্যবসায় বাধ্য করার চেষ্টার অভিযোগ এনে তিনি আদালতে মামলা করেছেন।

গত ৬ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলা দায়ের করেন সানাই মাহবুব। মামলার সত্যতা নিশ্চিত করেছেন তার আইনজীবী মিঠুন সাহা।

মামলার অভিযোগ

  • ২০২২ সালের ২৭ মে আবূ সালেহ মূসাকে বিয়ে করেন সানাই মাহবুব।
  • বিয়ের সময় তার পরিবার আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেন।
  • পরবর্তীতে নিজের সঞ্চয় থেকে ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৭ লাখসহ মোট ১৯ লাখ টাকা দেন তিনি।
  • অভিযোগ অনুযায়ী, স্বামী ওই অর্থ অপচয় করেন।
  • পরে ঋণ শোধ করার জন্য সানাইকে দেহব্যবসায় নামতে চাপ দেন।
  • ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। অস্বীকৃত হলে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
  • গত বছরের ১৫ সেপ্টেম্বর নির্যাতনের পর সানাইকে বাসা থেকে বের করে দেন স্বামী।

 

অভিযোগের ভিত্তিতে আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

দীর্ঘদিন আড়ালে থাকার পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি ও অনলাইন প্ল্যাটফর্ম “”-এ দেওয়া বক্তব্যের মাধ্যমে ফের আলোচনায় আসেন সানাই মাহবুব। এবার তার ব্যক্তিগত জীবনের এই মামলা শোবিজ অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।



আপনার মূল্যবান মতামত দিন: