odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

ফজলুর রহমানকে গালি দেওয়া সেই ফারজানা এবার চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৫ ২৩:৫৭

স্টাফ রিপোর্টার:

বিএনপি নেতা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে গালি দিয়ে স্লোগান দেওয়ার ঘটনায় আলোচনায় আসা ফারজানা তমা এবার চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

পুলিশ জানায়, ফারজানা তমাসহ দুজনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়। মামলার বাদী রিয়াজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর রাত ১টার পর আসামিরা উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করে পূর্বের একটি মামলায় সমঝোতা করিয়ে দেওয়ার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে। পরে বাদী বিভিন্ন জায়গা থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা জোগাড় করে তাদের হাতে দেন।

অবশিষ্ট ৪ লাখ ৫০ হাজার টাকা না দিলে বড় ক্ষতির মুখে পড়তে হবে বলে হুমকি দেওয়া হয়। ঘটনার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে এক সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফারজানা তমা ও তানজিলকে জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলা নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, ফারজানা তমা কয়েকদিন আগে রাজধানীর সেগুনবাগিচায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে আলোচনায় আসেন।



আপনার মূল্যবান মতামত দিন: