odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

নাচোলে ট্রাক-ভ্যান-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল যুবকের

odhikarpatra | প্রকাশিত: ১৫ September ২০২৫ ১৯:৫৮

odhikarpatra
প্রকাশিত: ১৫ September ২০২৫ ১৯:৫৮

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৫ (অধিকার পত্র ডটকম): চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

সোমবার দুপুরে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের মো. সাদেক আলীর ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল রাজধানী ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। পারিবারিক কারণে ফুফু শাশুড়ির দাফনে যোগ দিতে তিনি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশের বক্তব্য

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আবুল কালাম আজাদ নিহত হয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এলাকায় শোকের ছায়া

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সড়কে বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে দাবি করেছেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: