odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
সিরিয়ার ইস্টার্ন গৌতা থেকে বিদ্রোহীদের সরিয়ে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার শহরটির বাইরে অপেক্ষমান বাসের সারি দেখা গেছে।

সিরিয়ার পূর্ব গৌতা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিদ্রোহীদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২২ March ২০১৮ ১৮:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২২ March ২০১৮ ১৮:৫৯

সিরিয়ার পূর্ব গৌতা থেকে সরিয়ে নেয়া হচ্ছে বিদ্রোহীদের

 সিরিয়ার ইস্টার্ন গৌতা থেকে বিদ্রোহীদের সরিয়ে নেয়া হচ্ছে। বৃহস্পতিবার শহরটির বাইরে অপেক্ষমান বাসের সারি দেখা গেছে।
এর আগে ওই এলাকায় কয়েক সপ্তাহের বোমা বর্ষণ শেষে বুধবার বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি চুক্তির ঘোষণা দেয়া হয়।
সিরীয় সরকারের মিত্র রাশিয়ার মধ্যস্থতায় করা এ চুক্তিকে ইস্টার্ন গৌতার কাছাকাছি রাজধানী দামেস্ককে রক্ষায় সরকারি প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গ্রিনিচ মান সময় ০৫০০টায় হারাস্তা থেকে বিদ্রোহীদের সরিয়ে নেয়ার কাজ শুরুর কথা থাকলেও এতে বিলম্ব ঘটছে বলে বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা জানিয়েছেন।
চুক্তির আলোচনায় অংশ নেয়া একটি কমিটির এক সদস্য জানিয়েছেন, ১৬ হাজার যোদ্ধা ও তাদের পরিবারের হাজার হাজার সদস্যকে সরিয়ে নেয়া হবে বলে আশা করা হচ্ছে। তাদেরকে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নেয়া হবে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফল হিউম্যান রাইটস বলছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে গৌতায় সরকারি বাহিনীর অভিযান শুরুর পর দেড় হাজারেরও বেশি বেসামরিক লোক প্রাণ হারিয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: