odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 10th December 2025, ১০th December ২০২৫

জাপা এখন আওয়ামী লীগের মাথা, লেজ নয়: নাগরিক ঐক্যের সভাপতি মান্না

odhikarpatra | প্রকাশিত: ২১ September ২০২৫ ২১:০২

odhikarpatra
প্রকাশিত: ২১ September ২০২৫ ২১:০২

ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সতর্ক করে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা আবারও ক্ষমতায় ফিরতে পারে, যা বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্রের জন্য ঝুঁকিপূর্ণ। মান্না বলেন, “জাপা এখন আওয়ামী লীগের লেজ নয়, মাথা।”

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজিত ‘ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, “ছাত্র সংসদ নির্বাচনের কিছু প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে। তবে ফলাফল পাল্টে দেওয়ার মতো প্রভাব ফেলবে না। জুলাই সনদ নিয়ে যে ঐকমত্য তৈরি হয়েছে তা ইতিবাচক। ছোট ছোট রাজনৈতিক দল একীভূত হলে জাতীয় নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে। নাগরিক ঐক্য ও গণঅধিকার পরিষদ যদি এমন সিদ্ধান্ত নেয় আমরা তা সমর্থন করব। তবে জাতিসংঘ অধিবেশনে অনিবন্ধিত দলের সদস্য অন্তর্ভুক্তিকে আমি সমর্থন করি না।”

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, “পতিত আওয়ামী লীগের অধিকাংশ নেতাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত এবং গণধিকৃত। তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। তাই ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে উৎসবমুখর ভোট।” তিনি আরও বলেন, “হাসিনা সরকারের পতনের পর রাজা-প্রজা-গোলামের রাজনীতির অবসান হয়েছে। ফ্যাসিস্টের কবর রচিত হয়েছে। জুলাই অভ্যুত্থান সবার জন্য শিক্ষা।”

এ সময় ছায়া সংসদে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের হারিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা জয়ী হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক সাইদুর রহমান, মাইদুর রহমান রুবেল ও জাকির হোসেন লিটন। বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: