odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

ট্রাম্পের কারণে আটকে গেল ম্যাক্রোঁর গাড়িবহর, রাস্তা থেকে ফোন করে হাসালেন সবাইকে

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৫ ০১:২১

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৫ ০১:২১

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে গিয়ে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কে ভিআইপি মুভমেন্ট চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের জন্য থামিয়ে দেওয়া হয় ম্যাক্রোঁর কনভয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পর জাতিসংঘ সদর দপ্তর থেকে বেরিয়ে যান ম্যাক্রোঁ। পথে হঠাৎ পুলিশ তার গাড়িবহর থামিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে পুলিশ কর্মকর্তাকে নিজের পরিচয় দেন ম্যাক্রোঁ। কিন্তু কর্তব্যরত কর্মকর্তা জানান, “দুঃখিত মিস্টার প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পের বহর আসছে, আপনাকে অপেক্ষা করতে হবে।”

এসময় হেসে হেসে পুলিশকে দরকষাকষির ভাষায় বলেন ম্যাক্রোঁ—“যদি আপনারা বহর না দেখে থাকেন তাহলে আমাকে যেতে দিন।” রাস্তা না পেয়ে ফুটপাতে বসেই ট্রাম্পকে ফোন করেন তিনি। ফোন ধরতেই বলেন, “জানেন, আমি এখন রাস্তায় আটকে আছি—আপনার কারণেই সব বন্ধ।”

কিছুক্ষণ পর রাস্তা খুলে দিলে ম্যাক্রোঁ আর গাড়িতে ওঠেননি। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে হেঁটেই যান গন্তব্যে। এ দৃশ্য দেখতে আশপাশে ভিড় জমে যায়। অনেকেই সেলফি তোলেন, আর ফরাসি প্রেসিডেন্ট হাসিমুখে সবার আবদার মেটান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে পৌঁছান। মঙ্গলবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন: