odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 13th December 2025, ১৩th December ২০২৫

ইতালি পাঠানোর নামে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া নারী চক্রের হোতা গ্রেফতার

odhikarpatra | প্রকাশিত: ২৪ September ২০২৫ ০৪:২৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ September ২০২৫ ০৪:২৮

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ইতালি পাঠানো ও সরকারি চাকরির নামে শতাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের নারী হোতা জোছনা খাতুনকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, মঙ্গলবার বিকেলে রাজধানীর ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তে জানা গেছে, ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার পর তাদের হাতে ভুয়া ভিসা ধরিয়ে দেওয়া হতো এবং অনেকের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হতো।
তিনি আরও জানান, চক্রটির নেটওয়ার্ক নড়াইল, ফরিদপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় বিস্তৃত। শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার লেনদেনের প্রমাণ মিলেছে। গ্রেফতারের পর জোছনা খাতুন প্রতারণার কথা স্বীকার করেছেন এবং তার মাদক কারবারে জড়িত থাকার তথ্যও পাওয়া গেছে। তদন্ত ও অভিযান চলমান রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: