odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

“শাপলা প্রতীক না পেলে রাজপথে—সারজিস আলমের হুঁশিয়ারি”

odhikarpatra | প্রকাশিত: ২৬ September ২০২৫ ১৮:০০

odhikarpatra
প্রকাশিত: ২৬ September ২০২৫ ১৮:০০

অধিকার পত্র ডটকম ডেস্ক রিপোর্ট 

হবিগঞ্জ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে তাঁদের দল রাজপথে আন্দোলন করবে। তিনি অভিযোগ করছেন যে, নির্বাচন কমিশন প্রক্রিয়া মেনে বৈধভাবে আবেদন সত্ত্বেও প্রতীক মঞ্জুর করছে না।

হবিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ২০২৫ — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শাপলা প্রতীকই নিয়ে নির্বাচনে অংশ নেব। যদি নির্বাচন কমিশন আমাদের এই প্রতীক না দেয়, তাহলে আমাদের আসল সমাধান হবে রাজপথে আন্দোলন।”
তিনি অভিযোগ করেন যে, নির্বাচন কমিশন কোন আইনগত বা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারছে না যে কেন এনসিপিকে প্রতীক দেওয়া হবে না। সারজিস আরও দাবি করেন, “নির্বাচন কমিশন ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবের আওতায় কাজ করছে।”

সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন যে, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও সমমনা বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে নিয়ে আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত পরোন হয়নি। তাদের লক্ষ্য প্রধানত আগামী নির্বাচনে শাপলা প্রতীকে অংশগ্রহণ করা। তিনি সতর্ক করে বলেন, “রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে মামলাবাজি চলছে, নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে আমরা প্রতিবাদে নামব।”

সারজিস আলম বলেন, “২০২৪ ও ২০১৮ সালের নির্বাচনে যারা অংশ নিয়েছেন ও সুবিধা পেয়ে থাকেন, তারা যদি সরকারকে বৈধতা প্রদান করে থাকেন, তাহলে তাদের আগামী নির্বাচন অংশগ্রহণের অধিকার স্বয়ং ন্যায্য বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত।

প্রাসঙ্গিক তথ্য ও ব্যাখ্যা

“শাপলা প্রতীক” বাংলাদেশে একটি জনপ্রিয় নির্বাচনি প্রতীক হিসেবে পরিচিত।

নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতীক পেতে পারা একটি গুরুত্বপূর্ণ বিষয় — কারণ বেশিরভাগ ভোটার প্রতীক দেখে সেই পছন্দ করেন।

রাজনৈতিক দলগুলো সবসময় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও প্রতীকের বরাদ্দ নিয়ে আলোচনায় থাকে।

প্রতীক না পাওয়া থাকলে রাজনৈতিক দলের জন্য নির্বাচন প্রক্রিয়া ও পরিচিতি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন: