odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

কারওয়ান বাজারে সড়ক অবরোধ, মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের ৫ দফা দাবি

odhikarpatra | প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৪:১৬

odhikarpatra
প্রকাশিত: ২৮ September ২০২৫ ১৪:১৬

অধিকারপত্র ডটকম ডেস্ক 

 ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় রোববার সকাল থেকে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে ব্যস্ত সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীরা জানান, ২০২৪ সালের মে মাসের মধ্যে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও এখনো প্রায় ১৭ হাজার শ্রমিক যেতে পারেননি। বিদেশে যাওয়ার জন্য অনেকেই ৫-৬ লাখ টাকা ঋণ করেছিলেন। তারা দাবি করেন, সরকার আশ্বাস দিলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

এদিন তারা ৫ দফা দাবি উত্থাপন করেন:
১️⃣ ৩১ মে’র আগে যাদের ই-ভিসা ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২️⃣ নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩️⃣ দ্রুত নির্দিষ্ট তারিখ ঘোষণা করে লিখিত স্মারকলিপি দিতে হবে।
4️⃣ প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দিতে হবে।
5️⃣ নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

 সংশ্লিষ্টদের বক্তব্য
বিক্ষোভকারীরা বলেন, “আমরা আমাদের পরিবার-পরিজনকে ঋণের বোঝা দিয়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখেছি। এখন আমরা নিঃস্ব। সরকার আশ্বাস দিয়েও কিছুই করেনি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।”



আপনার মূল্যবান মতামত দিন: