odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

বনানী ও বসুন্ধরা পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৫ ২২:৩১

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৫ ২২:৩১

ঢাকা, ১ অক্টোবর ২০২৫ (অধিকার পত্র ডটকম):

ডেস্ক 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার বিকেল সাড়ে তিনটায় তিনি পূজামণ্ডপগুলোতে যান এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

কমিশনার বলেন, এ বছর ঢাকায় আড়াইশ’র বেশি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি আশ্বস্ত করেন যে, পূজা উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

আগামীকাল প্রতিমা বিসর্জনের দিনেও যেন ভক্তরা নির্বিঘ্নে উৎসবে অংশ নিতে পারেন, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, “এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ ভাইবোনের মতো বসবাস করে আসছে। এই সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: