odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে—শামসুজ্জামান দুদু

odhikarpatra | প্রকাশিত: ১ October ২০২৫ ২৩:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১ October ২০২৫ ২৩:৪৬

অধিকার পত্র ডেস্ক 

সৈয়দপুর, ১ অক্টোবর  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আশাপ্রকাশ করে বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামি ইতোমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে।

রংপুরের সৈয়দপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। দুদু বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধের প্রতি বিশ্বাসী এবং সকল ধর্মের প্রতি ভালোবাসা রয়েছে। তিনি বলেন, "বিএনপির রাজনীতি আমরা সবাই বাঙালি বাংলাদেশ জাতীয়তাবাদী। আলাদা আলাদা ভাবে কিছু দেখার নাই। আমরা সবাই বাংলাদেশি।"

তিনি আরও বলেন, "স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে যেসব ভাইবোন ও আমাদের সন্তানরা, ছাত্র-ছাত্রীরা জীবন দিয়েছেন তারা এখন আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের হৃদয়ে আছে। সৃষ্টিকর্তা যেন তাদেরকে বেহেশত নসিব করেন।"

সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশে যাতে গণতন্ত্র ফিরে না আসে তার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তিনি বলেন, "যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন রক্ত দিয়েছেন সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছে আগামী দিন সহজ হবে না। স্বৈরাচারীর পতন হয়েছে বলে ঘরে বসে থাকলে হবে না। ঘরে ঘরে যেতে হবে।"

সনাতন ধর্মাবলম্বী ও পূজা মণ্ডপ কর্মকর্তাদের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, "আজকের দিনটাই শেষ নয়, যে কোন সময় যদি কোন ঘটনা দেখেন তাহলে সাথে সাথে বিএনপি নেতাকর্মী ও প্রশাসনকে জানাবেন। প্রশাসন ও বিএনপি দেশের শান্তি প্রতিষ্ঠা সন্ত্রাস রুখার জন্য ঐক্যবদ্ধ আছে।"

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার ছাড়া গণহত্যাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, জামায়াত অলরেডি তাদের প্রার্থিতা ঘোষণা করেছে নির্বাচনী প্রচারণায় অন্যান্য দলের চেয়ে তারা কিছুটা এগিয়ে আছে। সেইজন্যে তারা নির্বাচনে যাবে না এটা বলা ঠিক হবে না। যারা পিআর চাচ্ছে তারা নির্বাচন করে যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা পিআর প্রতিষ্ঠা করবে। পিআর তো বিএনপির দায়িত্বে বা কাঁধে না। আমরা ৩১ দফার ভিত্তিতে নির্বাচন করব। যেকোনো দল তাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারে সেটা পিআর নিয়ে হোক আর অন্য কিছু নিয়ে হোক। তবে আমি বিশ্বাস করি নির্বাচনের দিন তারিখ ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

এ সময় জেলা বিএনপি'র আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: